রশিদেই ধরাশায়ী বাংলাদেশ

roshid khan-afganestanস্পোর্টস ডেস্ক: আজও আফগান লেগ স্পিনার রশিদ খানের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা। চার ওভার বল করে রান দিয়েছেন মাত্র ১২টি। পরপর দুই বলে তুলে নিয়েছেন তামিম-মোসাদ্দকের উইকেট। জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। কোনো মতে হ্যাটট্রিকের বল সামলালেন আবু হায়দার রনি।

উইকেট নেওয়ার শুরুটা করেছিলেন টাইগার দলনেতা সাকিব আল-হাসানকে দিয়ে। সৌম্য সরকারকে দিয়ে পূর্ণ করেন চার উইকেটের কোটা। রশিদ খানের বোলিং ফিগারটাও ভিমড়ি খাওয়ার মত। ৪-১২-৪! যার মধ্যে ডট বলই ছিল ১৩টি! ভাবা যায়?

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও রশিদ খান কাঁপিয়েছেন টাইগার ব্যাটসম্যানদের। তার বলেই তিন ব্যাটসম্যান আউট হইয়ে ফিরে যান সাজঘরে। ওই ম্যাচেও ১১তম ওভারে পরপর তুলে নিয়েছিলেন মুশফিক-সাব্বিরের উইকেট।

রশিদ খান এখন ক্রিকেট বিশ্বের আলোচিত একটি নাম। বাংলাদেশে সংবাদ মাধ্যমে তাকে নিয়ে মাতামাতি হবে এটা অনুমিতই ছিলে। তবে তাকে নিয়ে এতটা মাতামাতি পছন্দ করেননি সাকিব। বিরক্ত হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক।

মাত্র ৩১টি টি-টোয়েন্টির ক্যারিয়ারে রশিদ খান নিয়েছেন ৫২ উইকেট। লেগ স্পিন দিয়ে সাড়া ফেলেছেন ক্রিকেট বিশ্বে। বাংলাদেশ স্পিনে দক্ষ হলো বারবার রশিদ খানের বোলিং তোপেই পুড়তে হচ্ছে।