জাহিদ নেওয়াজ বলেন, প্রণব সাহা দীর্ঘদিন লিভার জটিলতাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
প্রণব সাহার মরদেহ বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার বাসভবন থেকে নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নেয়া হবে কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে। পরে দুপুরে নেওয়া হবে গড়পাড়া গ্রামে। সেখানে হবে তার শেষকৃত্য।
২০০১ সালে চ্যানেল আইয়ের যাত্রা শুরু হলে তিনি যোগ দেন। দীর্ঘদিন তিনি যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাংলার বাণী পত্রিকাতেও কাজ করেছেন।
এদিকে প্রণব সাহার মৃত্যুতে শোক জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।