‘একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা’

স্পোর্টস ডেস্ক: চলছে বিশ্বকাপ উন্মাদনা, এর মাঝে বাংলাদেশের হতশ্রী ফুটবল দেখলে হতাশই হতে হয়। কিন্তু তুলনামূলকভাবে ছেলেদের চেয়ে মেয়েরা কয়েকবার আনন্দের উপলক্ষ এনে দিয়েছে দেশের ফুটবলে। ছোটদের সাফে জিতেছে শিরোপা। এশিয়ান অঞ্চলেও দেখাচ্ছে ইতিবাচক পারফরম্যান্স। লক্ষ্য তাদের অনেক দূর। স্বপ্ন দেখে এক সময় বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের দৃঢ় বিশ্বাস, ছেলেদের আগে মেয়েরাই বিশ্বকাপে উড়াবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

একমাত্র বাংলাদেশি মেয়ে হিসেবে দেশের বাইরে লিগ খেলা এই তারকা বাংলা ট্রিবিউনকে জানালেন তার স্বপ্নের কথা, ‘বিশ্বকাপের উন্মাদনা ভালো লাগে, এটা না বললেও চলে। বিশ্বকাপ মানেই তো উন্মাদনা; শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। আর এই উন্মাদনায় আমরা একসময় সরাসরি থাকব। মন থেকে বিশ্বাস করি, একসময় মেয়েরা বিশ্বকাপ খেলবে। এমন স্বপ্ন দেখি আমি।’

মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশের খেলাকে অলীক কল্পনা মনে করার কোনও কারণ দেখছেন না সাবিনা। তার যুক্তি, ‘মেয়েদের পারফরম্যান্স দেখলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। বলার অপেক্ষা রাখে না যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, তাতে ঠিকভাবে সবকিছু চললে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখে সেটা মেয়েরা পূরণ করতে পারবে। বিশ্বকাপ ফুটবলে আমরা একসময়ে খেলবই।’

আগামী ১০ বছরের মধ্যে মেয়েদের খেলায় আমূল পরিবর্তন দেখার ইঙ্গিত পাচ্ছেন সাবিনা, ‘আগামী ১০ বছরে বড় পরিবর্তন দেখতে পাবেন মেয়েদের ফুটবলে। সাফে আমরা লড়াই করব। এশিয়াতে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের দেখব আমরা।’

ছেলেদের নিয়ে আশাবাদী খুব একটা নয় মালদ্বীপ ও ভারতে খেলা এই ফুটবলার, ‘ছেলেদের নিয়ে আমি আশাবাদী কম। আমি আসলে নিজেদের কথা বলতে পারি। ছেলেদের পারফরম্যান্স ও র‌্যাংকিং দেখলে বোঝা যায় তাদের অনেক সময় প্রয়োজন। তাদের ঘুরে দাঁড়াতে সময় লাগবে। তাদেরকে আরও অনেক বেশি চেষ্টা করতে হবে। সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে তাদের। সুতরাং এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবেই।’