তিনি বলেন, ‘কারাগারের সিভিল সার্জনসহ অন্যান্য চিকিৎসক যারা আছেন, তাদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হবে। তার ব্যক্তিগত ও বিশ্বস্ত চিকিৎসক যারা আছেন, তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন সরকারের এই চিকিৎসার সময়ে থাকেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমউ) একটি সমৃদ্ধ হাসপাতাল। সেখানে খালেদা জিয়া কেন যেতে চাইছেন না, তা বোধগোম্য নয়।’
এদিকে, খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ, তাই আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নিতে চাই। বিএসএমএমইউতে চিকিৎসায় আমরা আস্থা পাচ্ছি না। কারাগারে থাকা অবস্থায় আব্দুল জলিলসহ অন্যান্য নেতাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার উদাহরণ আছে।’