ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সফরের প্রথম দিনে রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে দুটি বিশ্ব সংস্থার এই দুই প্রধানকে স্বাগত জানান। পরে তাদেরকে নিয়ে যৌথ বৈঠকে বসেন তিনি।
বৈঠক শেষে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ বিষয়ে এক আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে দুই সংস্থার প্রধানের।
মিয়ানমারে গণহত্যার মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা পরির্দশনে শনিবার বিকালে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আর শনিবার দিবাগত রাত ২টার দিকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে পৌঁছান।
সোমবার দুটি বিশ্ব সংস্থার দুই প্রধান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন।