যশোরে দু’টি ওষুধের দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার: যশোরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দুটি ওষুদের দোকানে ১৮ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়সা সিদ্দিকা সোমবার দুপুরে শহরের লাল দিঘীর দক্ষিণ পাশে মেসার্স খাদিজা ফার্মেসি ও মেসার্স বন্ধু ফার্মেসিতে এই জরিমানা করে তা আদায় করেন।

ভ্রাম্যামান আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, ভ্রাম্যামান আদালত অভিযান কালে দেখতে পান মেসার্স খাদিজা ফার্মেসিতে বিভন্ন মেদোত্তীর্ণ ওষুদ সংরক্ষণ করে তা বাজারজাত করছে। এ সময় নির্বাহী ম্যাজিস্টেট প্রীতম সাহা প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মতিনকে ১৯৪৪ সালের ড্রাগআক্ট আইনের ১৮(ক) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
আদালত দেখতে পান পাশেই মেসার্স বন্ধু ফার্মেসিতে একই অপরাধ করছে। এসময় নির্বাহী ম্যাজিস্টেট আয়সা সিদ্দিকা প্রতিষ্ঠানটির মালিক শরিফ হাসানকে একই আইনের এক ধারায় তিন হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
তিনি আরও জানান, অভিযান চলা কালে এসময় যশোর জেলা ড্রাগ সুপার রেহান হাসান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।