রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে যশোরে গণসংহতির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: বিদ্যমান আইন মেনে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিলেও গণসংহতি আন্দোলনকে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার গণসংহতি আন্দোলন যশোর জেলা অফিসে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলন থেকে রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণসংহতি আন্দোলন যশোর জেলার সমন্বয়ক চিন্ময় গোস্বামী পাপ্পু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির যশোর জেলা সম্পাদক মামুন হোসেন, যশোর সদর উপজেলা শাখার আহবায়ক মাজাহারুল ইসলাম, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি অনিমেশ বাছাড় প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য গণসংহতি আন্দোলন গত ৩০ ডিসেম্বর নির্বাচন কমিশনে আবেদন করে। আইন অনুযায়ী কোন সমস্যা থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সংগঠনকে নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়ার কথা। কিন্তু গণসংগতি আন্দোলনসহ আবেদন করা অধিকাংশ দলকে সেই সুযোগ দেওয়া হয়নি। শুধুমাত্র একটি সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন অফিস থেকে আবেদন বাতিলের তথ্য দেওয়া হয়েছে। অথচ গণসংগতি আন্দোলন নির্বাচন কমিশনে আইন অনুযায়ী সবধরণের বৈধ কাগজপত্র জামা দেওয়া হয়েছিলো।

সংবাদ সম্মেলন থেকে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি পুুনঃবিবেচনার জোর দাবি জানানো হয়।