স্টাফ রিপোর্টার: দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ যশোরের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ্’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে যশোরে সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, যশোরের সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ্সহ পত্রিকাটির প্রকাশক-সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে যশোরের আদালতে তিনটি মিথ্যা মামলা দায়ের হয়েছে। যশোর-২ আসনের এমপি মনিরুল ইসলামের ইন্ধনে তাঁর আজ্ঞাবহরা এই মামলা দায়ের করেছেন।
নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ষড়যন্ত্রমূলক মামলা-হুমকি দিয়ে সাংবাদিকদের কলমকে বন্ধ করা যাবে না। তাই মামলা প্রত্যাহার এবং ষড়যন্ত্র-চক্রান্তের পথ পরিহার করে এমপি মনিরুলসহ তাঁর অনুগতদের সঠিক পথে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ। অন্যথায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের মুখোশ উন্মোচনের ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ১১ জুন যশোরের ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম ও রঘুনাথপুরর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এসএম আহম্মেদ ফারুক শান্তি বাদী হয়ে যশোরের আদালতে দৈনিক সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ্সহ পত্রিকাটির প্রকাশক-সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন।