ছাত্রদল নেতা ইসহাক ৫ দিনের রিমান্ডে

isak sarkarঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল আকিজ মামলার সুষ্ঠু তদন্তের সার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেজবাহসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

গত রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর নিকুঞ্জ থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত করে আদালত কারাগারে পাঠায়। ওই দিন শাহবাগ থানাধীন এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় ইসহাককে গ্রেফতার দেখায় পুলিশ।