বাগেরহাটে স্কুল ছাত্রী ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন

মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট: বাগেরহাটের বারুইপাড়া এলাকায় তৃতীয় শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। রবিবার সকাল ১১টায় বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যায়ের সম্মুখে ধর্ষকের শাস্তির দাবীতে এ প্রতিবাদ কর্মসূচিতে পালিত হয়। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্কুল শিক্ষক অভিবাবক ছাত্রছাত্রী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বারুইপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন মোড়ল এ ঘটনায় তীব্র নিন্দা ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। উক্ত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এজন্য পুলিশ প্রশাসন সহ সচেতন মহলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

অভিযোগে জানা যায়, গত ১০ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে মোঃ ইখলাছ শেখের কন্য ফাতেমা খাতুন (৯) কে পাশ্ববর্তী বারুইপাড়া গ্রামের শেখ নসিম উদ্দনের পুত্র শেখ হারুন অর রশিদ তার বসত বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় তাকে ভয় দেখিয়ে পাশবিক নির্যাতন করে। শিশুটির ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে মেয়েটি কৌশলে পালিয়ে যায়। ঘটনায় দিন বাগেরহাট সদর থানায় ভুক্তভোগীর পিতা লিখিত অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দীন বলেন, এ ঘটনায় ৭০ উর্দ্ধ অভিযুক্ত এক বৃদ্ধকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।