আজ ১৬ জুলাই সোমবার দুপুরে রাজধানীর ৬নং মিরপুর এলাকায় যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
কেন্দ্রীয় যুবদল ঘোষিত এ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতারা এ মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই।
মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই বলে স্লোগান দিতে থাকে।মিছিল শেষে যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সংক্ষিপ্ত বক্তব্য দেন। এসময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেন।।