সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহমান (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার মাথিউরা খলাগ্রাম ২নং পুলের মুখ এলাকায় দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহমান খলাগ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী জামাল উদ্দিনের ছেলে ও সিলেট কমার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, আব্দুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে বাড়ি ফেরে। মোটরসাইকেল চালিয়ে পৌর শহরে আসার পথে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর অহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, সে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।