ডেস্ক রিপোর্ট: ভারত সফররত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, সুনীল শুভ রায় ও মেজর (অব.) খালেদ আখতার।
দিল্লি সফররত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর আগে গতকাল রোববার বিকেল ৪টার দিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেন।
ভারত সরকারের আমন্ত্রণে গতকাল রোববার সকালে দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ। আগামী বুধবার বিকেলে এরশাদ দেশে ফিরবেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।