নিজস্ব প্রতিবেদক: তরুণদের উৎসাহ ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে প্রতিদিন বাস্তবতায় রূপান্তর করছে বলে মন্তব্য করেছেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাংসদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।
মনিরুল ইসলাম বলেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে বর্তমান সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে ভিশন সমূহের কথা উল্লেখ করে তিনি বলেন, মানব সম্পদ উন্নয়ন ও ইন্টারনেট সংযোগকারী নাগরিক ২০২১ সালের মধ্যে ৯০ ভাগে উন্নীত করা, আইটি শিল্প এবং ডিজিটাল উদ্যোক্তা সহায়তা রপ্তানির পরিমান ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করাই সরকারের লক্ষ্য।
এমপি মনির বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে যে বিপ্লব ঘটেছে তা ঐতিহাসিক। পূর্বে যারা ইসলামের লেভাযে ক্ষমতায় এসেছিল, তারা মাদরাসা শিক্ষকদের যথাযত মূল্যায়ন করেনি। শেখ হাসিনা সরকার শুধু শিক্ষাক্ষেত্রে নয় সকল বিষয় উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মেহেদী মাসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মিয়া, প্রধান শিক্ষক কে.এম মনির হোসেন, চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা, ফারুখ আহমেদ কবির, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার শাহিন, ম্যানেজিং কমিটির সদস্য আবু তাহের, আব্দুস সালাম, তৌহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাব হোসেন, আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান পান্নু, সলুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক খালিদুর রহমান টিটো, ইউপি সদস্য মিজানুর রহমান, যুবলীগ নেতা হাসেম আলী, জামাল হোসেন, মাসুদ রানা, ছাত্রলীগ নেতা শফিক হায়দার লাভলু, এইচএম ফিরোজ, লিখন হাসান প্রমুখ।