স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুরে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠ থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
এলাকাবাসী জানায়, শনিবার সকালে মাঠে কৃষক কাজ করতে গেলে মাঠের মধ্যে অজ্ঞাত ব্যক্তির গলায় গামছা বাধা অবস্থায় পড়ে আছে। তারা এসময় মনিরামপুর থানা পুলিশকে খবর দেয়। মনিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই তোবারক আলী শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত ব্যক্তিকে মরা অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠান৷ তার পরিচয় পাওয়া যায়নি এবং শ্বাসরোধে হত্যা করে মাঠের মধ্যে ফেলে দিয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই তোবারক আলী
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকাররম হোসেন জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।