আলোকচিত্রী শহিদুল আলমকে সরকারের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বলেছেন, ‘যেখানে শহিদুল আলমের মতো মানুষ হাইকোর্ট নির্দেশ সত্ত্বেও বিএসএমএমইউতে সুচিকিৎসা পায় না, সেখানে বেগম খালেদা জিয়ার কীভাবে সম্ভব সেখানে?’
বৃহস্পতিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব একথা বলেন।
গত ছয়মাস ধরে দুর্নীতির মামলায় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাগারে যাওয়ার পর থেকেই বিএনপি নেতারা বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানিয়ে আসছে। তবে সরকার বঙ্গবন্ধু মেডিকেল এবং পরে সিএমএইচে চিকিৎসা করানোর প্রস্তাব দিয়েছে।
এর মধ্যে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন নিয়ে আন্তর্জাতিক গণমধ্যম আল জাজিরায় ‘বিভ্রান্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে’ গ্রেপ্তার করা হয় দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে। সোমবার তাকে বিচারিক আদালত সাত দিনের রিমান্ডে পাঠায়। আর তার পরদিন উচ্চ আদালত তাকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসার নির্দেশ দেয়।
তবে বুধবার হাসপাতালে আনার পর কর্তৃপক্ষ জানায়, শহীদুলের শারীরিক অবস্থা হাসপাতালে ভর্তির মতো নয়।
রিজভী বলেন, ‘নির্যাতিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ড. শহিদুল আলমকে উচ্চ আদালত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠান বিএসএমএমইউ সরকারের হুকুমে তাঁকে ভর্তি নেয়নি। এরা কতটা নিষ্ঠুর যে, একজন নির্যাতনে অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালেত আপিল করেছেন, যেন শহিদুল আলম হাসপাতালে সুচিকিৎসা না পান। এই ঘটনায় আবারো কি প্রমাণ করার দরকার আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই পিজি হাসপাতালে সুচিকিৎসা পাবেন?’
‘ওই হাসপাতালে সরকারি নির্দেশের বাইরে কোনো চিকিৎসা হয় না। ভিন্ন মতালম্বীদের সেখানে কোন সুচিকিৎসার সুযোগ নেই।’