জনগণের মনের ভাষা বুঝতে পারেনি বিএনপি: কাদের

জনগণের মনের ভাষা বুঝতে পারেনি বিএনপি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতাদের মধ্যে সমন্নয় নেই। বিএনপি এখন পাল ছেড়া নৌকার মতো হয়েছে। বিএনপি জনগণের মনের ভাষা বুঝতে পারেনি বলেই তারা এতদিন ধরে ক্ষমতার বাইরে রয়েছে।

আজ দুপুরে রাজধানীর কেরানীগঞ্জে বিআরটিএ’র কার্যালয়ে নিজ মন্ত্রণায়ের নেওয়া ক্রাশ কর্মসূচির কার্যক্রম পরিদর্শন শেষে এইসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ক্ষোভ থেকে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল। তবে এ ধরনের চাপ না থাকলে সচেতনতা সৃষ্টি হয় না। এই ক্রাশ কর্মসূচি তাদের আন্দোলনেরই একটি অংশ।

সেতুমন্ত্রী সকালে ক্রাশ কর্মসূচির অংশ হিসেবে গাড়ীর ফিটনেস লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স দেখতে গুলিস্তানে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বেশ কয়েকটি বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল আরোহীর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখেন।