রাজগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

যথাযোগ্য মর্যাদায় রাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে জাতীয় পাতাকা অর্ধ নমিত রাখা, কালো ব্যাচ ধারন, শোক রালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরন করা হয়েছে৷

যথাক্রমে রাজগঞ্জ ডিগ্রী কলেজ, রাজগঞ্জ ছিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসা, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ, রাজগঞ্জ মোবারকপুর আলিম মাদ্রাসা, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রাজগঞ্জ বালিকা বিদ্যালয়, মশ্বিমনগর স্কুল এন্ড কলেজ, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়, খালিয়া এম এইচ মহিলা মাদ্রাসা, ঝাঁপা ফাজিল মাদ্রাসা, এলাকার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়, এনজিও সংস্থাসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন দিবসটি পালন করেছে৷