যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আয়োজনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বুধবার যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ ও ৯ নং ওয়ার্ড শাখার আয়োজনে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

উভয় আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।

সংগঠনের জেলা সভাপতি আজাদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোল্লা জাহিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সংগঠনিক সম্পাদক রাসেল, অর্থ সম্পাদক লিওন, প্রচার সম্পাদক বেলাল হোসেন (বনি)। ৯নং ওয়ার্ডের সভাপতি নুরু মিয়া ও সাধারণ সম্পাদক তৈবুর রহমান।