বঙ্গবন্ধুর বলিষ্ঠ ভূমিকা ছিলো বলেই আজ দেশ স্বাধীন হয়েছে: কাজী নাবিল

যশোর-৩ আসনের সাংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ বলেছেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ ভূমিকা ছিলো বলেই আজ দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মডেল রাষ্ট্রে উপহার দিতে জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার সদর উপজেলা লেবুতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি একথা বলেন।

লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা আব্দুস সবুর হেলাল, সুখেন মজুমদার, ফারুক আহম্মেদ কচি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সেতারা বেগম, জেলা যুবলীগের সহ সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন মিঠু, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা যুবলীগের যগ্ন আহবায়ক শহীদুজ্জামান শহীদ, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার বাহাউদ্দিন, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা লুৎফুর কবীর বিপু প্রমুখ।

এর আগে সদর উপজেলা রহেলাপুর দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওঃ কোরবান আলী। বক্তব্য রাখেন মাওঃ আবু সাঈদ, ফরিদুজ্জামান, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য আঃ গফুর।