যশোরের ঝিকরগাছা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ১৫ আগস্ট রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার ফোরটিন কমপ্লেক্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পৌর আওয়ামী লীগের এই নেতার অসুস্থের খবর শুনে যশোর হাসপাতালে ছুটে যান যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবীর। এ সময় সংসদ সদস্য তাঁর শারীরীক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন এবং দ্রুত রোগমুক্তি কামনা করেন।
এদিকে, ইলিয়াস হোসেনের অসুস্থতার খবরে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
তুখর বক্তা ইলিয়াস হোসেন দীর্ঘদিন ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনসহ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।