বেনা‌পোলে ফেন‌সি‌ডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

‌বেনা‌পোল পোর্ট থানার ভ‌বের‌বেড় গ্রাম থে‌কে ফেন‌সি‌ডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।
শুক্রবার বেলা ১২টার সময় তা‌দের আটক ক‌রে।

আটককৃতরা হ‌লো- বেনা‌পোল পোর্ট থানার ভ‌বের‌বেড় গ্রা‌মের সোবহা‌নের স্ত্রী ফা‌হিমা ও একই গ্রা‌মের সেলি‌মের স্ত্রী সোহাগী।

‌বেনা‌পোল পোর্ট থানার এস আই আব্দুল ল‌তিফ ব‌লেন, আটকৃত ফেন‌সি‌ডিল ব্যবসায়ীদের কা‌ছে ৪ পিছ ফেন‌সি‌ডিল পাওয়া যায়। তা‌দের না‌মে মাদকদ্রব্য আই‌নে মামলা দি‌য়ে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌বে।