তাল তরঙ্গে অপি করিম

ঈদকে সামনে রেখে বিশেষ একটি নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী অপি করিম। কবিরুল ইসলাম রতনের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির নাম ‘তাল তরঙ্গে’ নৃত্য পরিবেশন করছেন তিনি। রতন জানান, রবীন্দ্রসংগীত আজি এ বসন্তে, ফাগুন হাওয়ায় হাওয়ায় এবং দখিনে দুয়ার খোলা- এই তিনটি গানের একটি ফিউশন করে তাতে পারফর্ম করেছেন অপি করিম।

গত বৃহস্পতিবার অপির পারফরম্যান্স রেকর্ড করা হয়। অপি করিম বলেন, ‘বিগত দশ বছর ধরে আমি সবসময়ই একা পারফর্ম করেছি টিভির জন্য নির্মিত নাচের অনুষ্ঠানে। এই ধারাটা আমি ধরে রাখার চেষ্টা করছিলাম। কিন্তু রতন মামার পরিকল্পনা এবং পরিচালনায় এবার আমি আমার এত পছন্দের ছোট ভাই-বোনদের সঙ্গে নাচের অনুষ্ঠানের প্রস্তাব পাই যে, আমি কোনোভাবেই না করতে পারিনি। কারণ যারা এই একই নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছে তাদের প্রত্যেককে আমি খুউব পছন্দ করি। যে কারণে অনেক আনন্দ নিয়েই আমি এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছি। রতন মামার প্রতি কৃতজ্ঞ যে, তিনি চমৎকার একটি আয়োজন করেছেন। আশা করি ভালো লাগবে দর্শকের।’

কবিরুল ইসলাম রতন বলেন, আমি নিশ্চিত, ‘অপির এবারের নাচ দেখলে দর্শকের মন ভরে যাবে, চোখ জুড়াবে।’

অপি করিম ছাড়াও আরও যারা এই অনুষ্ঠানে পারফর্ম করবেন তারা হচ্ছেন- উপমা, প্রিয়াঙ্কা, মন্দিরা, রনবীর ও শাওন।

এছাড়া ‘নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র’র শিল্পীসহ অপি করিম নৃত্য পরিবেশনায় অংশ নেবেন।

এদিকে এবারের ঈদে অপি করিমকে সাগর জাহান ও আশাফাক নিপুণের ঈদ বিশেষ নাটকে দেখা যাবে। ‘তাল তরঙ্গ’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন রাত নয়টায় এনটিভিতে।