যশোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মঈনুল হক। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ সুপার মঈনূল হক বলেন, আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্থ না হয়, সেটি আমি চেষ্ঠা করবো। মানুষের কল্যাণে কাজ করবো। যশোরবাসীকে শান্তি ও স্বস্তি দিতে চাই। আমি যে কথা বলি, সেটি অন্তর থেকে ধারণ করি। আর কথা, কাজের মাধ্যমে প্রমাণ করি। কোনটি সঠিক, আর কোনটি বেঠিক কাজের মাধ্যমে প্রমাণ করবো। এজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাই। পুলিশ ও সাংবাদিক এক সঙ্গে যশোরের মানুষের কল্যাণে কাজ করবে। এজন্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলাহ, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ, বিএফইউজে যুগ্ম মহাসচিব সাকিরুল কবির রিটন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, সময়ের খবরের যশোর ব্যুরো প্রধান জাহিদ আহমেদ লিটন, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, একাত্তর টিভি প্রতিনিধি এসএম ফরহাদ, দীপ্ত টিভির প্রতিনিধি তামান্না ফারজানা খান প্রমুখ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনসার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসের আল জামাল, কোতয়ালি থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান প্রমুখ।