গ্রেনেড হামলায় হাওয়া ভবনের সংশ্লিষ্টতা সারাদেশ জানে: কাদের

একুশে অগাস্টের গ্রেনেড হামলায় হাওয়া ভবনের সংশ্লিষ্টতা দেশবাসীর জানা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই হামলার বিচার নিয়ে তার বক্তব্যে বিএনপি নেতাদের প্রতিক্রিয়ায় চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের শনিবার পতেঙ্গায় টানেলের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল, যাতে ২৪ জন নিহত এবং কয়েকশ জন আহত হন।

ওবায়দুল কাদের বলেন, “২১ আগাস্ট গ্রেনেড হামলার দায় বিএনপি এড়াতে পারে না। ২১ অগাস্ট কিলিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্গেট ছিল। এ নৃশংস হত্যাকাণ্ডে আইভি রহমানসহ ২৪ জনের প্রাণের প্রদীপ নিভে গেছে।

“তখন বিএনপি সরকার ক্ষমতায়। হওয়া ভবনের পরিকল্পনার কথা সারা দেশ জানে। গোপন কোনো বিষয় নেই।”

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার এই মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানও আসামি।

এই মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। এই রায়ের পর বিএনপি নতুন করে সঙ্কটে পড়বে বলে কাদের একদিন আগেই বলেছিলেন, যা রায়কে প্রভাবিত করবে বলে বিএনপি নেতাদের দাবি।

মন্ত্রী কাদের বলেন, “কারা জড়িত সেটা বিচারালয় সিদ্ধান্ত নেবে। কোর্ট স্বাধীন। আশা করি বাস্তবতার নিরিখেই রায় হবে, যা ঘটেছে সেই নিরিখেই হবে। এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই।”

রায়ে বিএনপির অনেকেই দোষী সাব্যস্ত হতে পারে মন্তব্য করে তিনি বলেন, “তারা যদি কনভিকটেড হয়, তাহলে তো এখানে অবশ্যই বলা যায়, সামনে জাতীয় নির্বাচন। তাদের অস্তিত্ব কিছুটা সংকটের মুখে পড়বে।’