আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচলক (সংগঠন উন্নয়ন) ও যশোর-ঝিনাইদহ-নড়াইল জোনাল কমিটির সাধারণ সম্পদক পদ থেকে পদত্যাগ করেছেন মনোয়ার হোসেন জনি। সোমবার রাতে তিনি পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, খুলনা বিভাগের কয়েকটি জেলা ও উপজেলায় কমিটি থাকা সত্বেও বিভিন্ন অনিয়ম ও টাকার বিনিময়ে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যা সংগঠনের গঠনতন্ত্র সমর্থন করে না। এমতাবস্থায় এই সংগঠনে সততা ও আদর্শের সাথে দায়িত্ব পালন করা কোন ভাবেই সম্ভব না। সংগঠনের সকল কার্যক্রম থেকে আমি অব্যহতি নিচ্ছি। আজকের পর থেকে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সাথে আমার কোন সম্পর্ক থাকবেনা।