জাতীয় ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে বৈঠকে বসেছেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদসহ গণফোরামের নেতারা বৈঠকে অংশ নিচ্ছেন। রাত আটটার দিকে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এ বৈঠক শুরু হয়।