বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, খালেদা জিয়া গ্রেফতার হয়েছেন এতিমের টাকা চুরি করে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার বিকেল ৪টায় বিমসটেক সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমসটেকের নানা বিষয় তুলে ধরেন।

সংবাদ সম্মেলন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি চাইলে আদালতের মাধ্যমে আসতে হবে। আর দ্রুত মুক্তি চাইলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে।

শেখ হাসিনা বলেন, মামলা তো আমরা দেয়নি। মামলা তো আরো আছে। খালেদা জিয়ার পছন্দের ব্যক্তিরাই মামলা করেছিল।

তিনি বলেন, যেদিন বিএনপি আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল- সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাই বিএনপির সাথে কোনো আলোচনা হবে না।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না তা তাদের ব্যাপার।