রমা চৌধুরীর মরদেহ শহীদ মিনারে

একাত্তরের বীরাঙ্গনা লেখক রমা চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে।

সকাল ১১টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনার পর সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক, সংস্কৃতিক কর্মীরা ফুল নিয়ে দিয়ে শ্রদ্ধা জানানো শুরু করেছেন।

শ্রদ্ধা জানানো শেষে রমা চৌধুরীকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দেওয়া হবে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে।

পরে রমা চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি বোয়ালখালীতে সমাহিত করা হবে হবে বলে জানিয়েছেন তার দীর্ঘ দিনের সহচর ও বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন।

৭৯ বছর বয়সী রমা চৌধুরী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত জানুয়ারি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা রমা চৌধুরীর স্বাস্থ্যের অবনতি হয় রোববার রাতে।

ওই সময় তাকে আইসিউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং ভোর চারটা ৪০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।