কোয়ার্টার ফাইনালে সেরেনা-নাদাল

সেরেনা উইলিয়ামস।ইউএস ওপেনে গত ম্যাচে বোনকে হারানোর পর চতুর্থ রাউন্ডে ছন্দহীন হয়ে পড়েছিলেন সেরেনা উইলিয়ামস। পরে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন কাইয়া কানেপিকে হারিয়ে।

প্রথম সেটে এস্তোনিয়ার কানেপি প্রতিরোধ দিতে পারেননি মোটেও। ৬-০ গেমে হার মানেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে সেরেনাকে পাল্টা জবাব দেন ৪-৬ গেমে জিতে। পরের সেটে ঘুরে দাঁড়িয়ে সেরেনা জিতে নেন ৬-৩ গেমে। কোয়ার্টার ফাইনালে চেক ক্যারোলিনা প্লিসকোভার মুখোমুখি হবেন সেরেনা।

ছন্দ ধরে রেখেছেন নাদাল।ছেলেদের একককে রাফায়েল নাদালও নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। অবাছাই নিকোলোস বাসিলাশভিলিকে হারিয়েছেন ৬-৩, ৬-৩, ৬-৭ (৬-৮) ও ৬-৪ গেমে। কোয়ার্টার ফাইনালে পৌঁছে নিজের ছন্দে থাকার আরেকটি প্রমাণ দিলেন শীর্ষ বাছাই। এবারের সবকটি গ্র্যান্ড স্লামেই কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন। সবশেষ এমনটি করেন ২০১১ সালে। পরের রাউন্ডে নবম বাছাই ডিমিনিক থিয়েমের মুখোমুখি হবেন তিনি।

মেয়েদের এককে সরাসরি সেটে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন স্লোন স্টিফেন্স। এলিস মার্টেন্সকে হারিয়েছেন ৬-৩, ৬-৩ গেমে। সেরেনার মুখোমুখি হতে যাওয়া প্লিসকোভা হারিয়েছেন অ্যাশলেই বার্টিকে। চেক অষ্টম বাছাই প্লিসকোভা তাকে হারিয়েছেন ৬-৪, ৬-৪ গেমে।