ছয় মাসের নিষেধাজ্ঞাই পেলেন সাব্বির!

কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি সুপারিশ করে, ক্রিকেটার সাব্বির রহমানকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়ার। শেষ পর্যন্ত বোর্ড সে সুপারিশ অনুমোদ দিয়েছে। আগামী ছয় মাস আন্তর্জাতিক নিষিদ্ধ থাকছেন বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত এই ক্রিকেটার।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন এই তথ্য।

গত বছর ডিসেম্বরে জাতীয় লিগের ম্যাচ চলাকালে এক কিশোর দর্শককে মারধর করেছিলেন তিনি। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

এ ছাড়া ২০১৬ বিপিএলের চট্টগ্রাম পর্বে হোটেল কক্ষে নারী অতিথি নিয়ে যাওয়ার অপরাধে তাঁকে ১৩ লাখ টাকা জরিমানা করে বিপিএল গভর্নিং কাউন্সিল। আর গত জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সতীর্থ মেহেদী হাসান মিরাজকে মারধর করে সমালোচিত হয়েছিলেন তিনি। তাই এবার বিসিবির কড়া শাস্তি পান তিনি।

এ ছাড়া তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে সতর্ক করা হয়। তাঁর স্ত্রী যৌতুকবিরোধী আইনে মামলা করেন তাঁর বিরুদ্ধে। বিষয়টি ব্যক্তিগত হলেও বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ায় বিষয়টি আমলে নেয় বোর্ড।