রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রায় মাস দুয়েক হলেও সেই জায়গা কেউ পূরণ করতে পারেননি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি মনে করেন, রোনাল্ডো ছাড়া রিয়াল ‘গড়পড়তার’ দল। লস ব্লাঙ্কোদের হারানো এখন ‘মামুলি’ ব্যাপার।
লা লিগা বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। সপ্তাহ তিনেক আগে শুরু হয়েছে লা লিগার নতুন মৌসুম। এবারও শিরোপা নিজেদের ঘরে তোলার দারুণ সম্ভাবনা দেখছেন মেসি- রোনাল্ডো চলে যাওয়ায় রিয়াল ‘দুর্বল’ হয়ে গেছে। বলতে গেলে আমাদের শিরোপা ধরে রাখার পথটা পরিষ্কার হয়ে গেছে।
ফুটবলপ্রেমীদের কাছে বহু আকাঙ্ক্ষিত লড়াই বার্সা-রিয়াল মহারণ। মূলত তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণে তা দেখতে মুখিয়ে থাকেন তারা। সেই ‘যুদ্ধে’ নিজেদের ফেভারিট মানছেন মেসি। তবে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসকে প্রবল প্রতিদ্বন্দ্বী ভাবছেন তিনি।
ছোট ম্যাজিসিয়ান বলেন, রিয়াল বিশ্বের অন্যতম সেরা দল। তাদের ভালো স্কোয়াড আছে। তবে এল ক্লাসিকোতে আমরাই এগিয়ে থাকব। কারণ রোনাল্ডো নেই। কিন্তু ইউরোপসেরা টুর্নামেন্টে ‘হট’ ফেভারিট জুভেন্টাস। তার মতো খেলোয়াড় যোগ দেয়াতেই জুভদের শক্তিমত্তা বেড়ে গেছে। তারা চ্যাম্পিয়নস লিগ শিরোপার অন্যতম দাবিদারে পরিণত হয়েছে।