হাতিরঝিলে ব্রিজ থেকে পানিতে পড়ে গেল গাড়ি

রাজধানীর হাতিরঝিল এলাকায় ব্রিজের রেলিং ভেঙে পানিতে পড়ে গেছে একটি মাইক্রোবাস। ফায়ার সার্ভিসকর্মীরা গাড়িটি উদ্ধারে কাজ করছেন। শনিবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজার পার্শ্ববর্তী ব্রিজে ওঠার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেয়। এ সময় রেলিং ভেঙে পানিতে পড়ে যায়।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজি জানান, মাইক্রোবাসে চালক একাই ছিলেন। তিনি আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল তা খতিয়ে দেখা হচ্ছে।