মেসিদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

লা লিগায় টানা চার ম্যাচ জয়ের পর হঠাৎই বার্সেলোনার ছন্দপতনের শুরু। জিরোনার সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর লেগানেসের মাঠে ২-১ গোলে হেরে নিজেদের হারিয়ে খুঁজছে বর্তমান চ্যাম্পিয়নরা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সা। ন্যু ক্যাম্পে রাত সোয়া ৮টায় খেলা শুরু হবে।

বার্সার মাঠে বিলবাওয়ের অভিজ্ঞতা সুখকর নয়। লা লিগায় ন্যু ক্যাম্পে বিলবাওয়ের বিপক্ষে সবশেষ ৮ ম্যাচেই জয় কুড়ায় কাতালানরা। আর লা লিগায় বার্সার মাঠে ১৭ বছর ধরে জয়ের দেখা পায়নি বিলবাও। স্প্যানিশ ঘরোয়া ফুটবলে কঠিন প্রতিপক্ষ বিলবাও।

এ মৌসুমটা তাদের ভালো যাচ্ছে না। পাঁচ ম্যাচে ১ জয়ের বিপরীতে ৩ ড্র ও ১ ম্যাচে হার দেখে তারা। সবশেষ ম্যাচে ঘরের মাঠেই ভিয়ারিয়ালের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় বিলবাও। ফলে তাদের নিজেদের জন্যও ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সাবেক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে চাপ জয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে।

তিনি বলেন, ‘বিলবাওয়ের বিপক্ষে চাপ কাটিয়ে ওঠাই আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এদুয়ার্দো বেরিজোর (বিলবাও কোচ) দলটা চমৎকার এবং বল দখলে রেখে সবসময়ই ম্যাচে আধিপত্য করতে চায় তারা।’

ন্যু ক্যাম্পে সবশেষ ম্যাচে প্রথম লিড নিয়ে পয়েন্ট খোয়ায় কাতালানরা। আর লেগানেসের বিপক্ষে এগিয়ে থেকেও হারের লজ্জায় ডোবে লিওনেল মেসির দল। পয়েন্ট তালিকায় ৬ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ১৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকা দ্বিতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।