তারেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আইনমন্ত্রী

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ঘটনার মূলহোতাদের ফাঁসি হওয়া উচিত ছিল বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে সচিবালয়ের নিজ দফতরে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রায়ের কপি হাতে পেলে আমরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব। তারেক-হারিছদের সর্বোচ্চ সাজা চেয়ে আপিলের সিদ্ধান্ত নেব। তবে কোনো কিছুই এই মুহূর্তে চূড়ান্ত নয়।

সামগ্রিকভাবে এই বিচারের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী।

দুপুরে নাজিম উদ্দিন রোডে বিশেষ আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণা করা হয়। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী হারিছ চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।