সংবিধানের বাইরে আলোচনা করে লাভ হবে না: ১৪ দল

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংলাপ হবে। সব দলের সঙ্গেই সংবিধানের আলোকে সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দরজা খোলা। তবে একটা কথা মনে রাখতে হবে— নির্বাচন হবে সংবিধান অনুযায়ী; শেখ হাসিনার অধীনে। সুতরাং সংলাপে গিয়ে সংবিধানের বাইরে আলোচনা করে কোনও লাভ নেই।

বুধবার (৩১ অক্টোবর) রাজধানীর টিএনটি কলোনী মাঠে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সংলাপে সংবিধানের বাইরে আলোচনা করলে ১৪ দল তথা বাংলার মানুষ তা মেনে নেবে না মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন হবে ডিসেম্বরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিসেম্বরে দেশের প্রতিটি জেলায়-উপজেলায় বিজয় মঞ্চ করবে ১৪ দল। নির্বাচনে বিজয় নিশ্চিত করে স্মরণকালে সবচেয়ে বড় কলেবরে বিজয় উৎসব উদযাপন করবে ১৪ দল।’

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এবার বিএনপি নির্বাচনে না এলে বাটি চালান দিয়েও বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না।’ তিনি বলেন, ‘খেলা হবে নির্বাচনের মাঠে। বিশ্বকাপে মেসি গোল মিস করেছে, নেইমার গোল মিস করছে কিন্তু নির্বাচনি খেলায় শেখ হাসিনা গোল মিস করবেন না।’

ওয়ার্কাস পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত প্রমুখ।