বিএসপির ১৮৪তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর (বিএসপি) ১৮৪তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ সাহিত্য সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. মুস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি সাধন কুমার অধিকারী ও কবি নূরজাহান আরা নীতি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।

সোনিয়া সুলতানা চাঁপার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, আবুল হাসান তুহিন, আহমেদ মাহাবুব ফারুক, অ্যাড. মাহমুদা খানম, নাসির উদ্দিন, কমলেস চক্রবর্তী, আব্দুল আলীম, শাহরিয়ার সোহেল, আরশি গাইন, গোলাম রসূল, লাইলা বেগম, রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, শংকর নিভানন, অধ্যাপক মো. জাহাঙ্গীর, ডা. বদরুন নাহার খান, ইলিয়াস শাহ, সানজিদা ফেরদৌস,ডা. অরুপ কুমার বিশ্বাস, মামুন আজাদ, উত্তম কুমার, চয়ন বাবু কর ও মোস্তানূর রহমান স্বাক্ষর।

মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে প্রকাশিতব্য ‘বিদ্রোহী’ এ লেখা পাঠানোর জন্য সভায় অনুরোধ জানানো হয়।