একদিন সময় চাইলেন কাদের সিদ্দিকী

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে ড. কামাল হোসেনের কাছে একদিন সময় চেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে আগামী ৫ই নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে ঐক্যফ্রন্টে যোগ দেয়া না দেয়ার বিষয়ে দলগতভাবে তার অবস্থান পরিষ্কার করবেন বলে কাদের সিদ্দিকী জানিয়েছেন।

এবিষয়ে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, জাতীয় সংকট নিরসনে কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টের সঙ্গে থাকতে চান। তবে তিনি আরো একদিন সময় চেয়েছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল আজকে সমগ্র জাতির নেতা। তিনি দেশের যেখান থেকে ভোটে দাঁড়াবেন সেখানেই ড. কামাল জিতে আসবেন। এমনকি টুঙ্গিপাড়ায়ও জিতবেন বলে চ্যালেঞ্জ করেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন, সারা জীবন স্রোতের উজানে চলেছি। এখনো চলছি।