তরিকুল ইসলামের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা বিএনপির

তরিকুল ইসলাম

প্রবীণ রাজনীতিক তরিকুল ইসলামের মৃত্যুতে দেশব্যাপী একদিনের শোক ঘোষণা করেছে বিএনপি।

রোববার বিকেল ৫টা ৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বিএনপি এই স্থায়ী কমিটির সদস্য।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, তরিকুল ইসলামের মৃত্যুতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল সোমবার ঢাকাসহ দেশব্যাপী শোকদিবস পালন করবে। শোকদিবস উপলক্ষে দেশব্যাপী বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবে।

এছাড়া আগামীকাল সোমবার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর যশোর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কারবালা গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।

বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে শোকদিবসের কর্মসূচি পালন, নামাজে জানাজা ও দাফনে শরিক হওয়ার জন্য আহ্বান জানান রহুল কবির রিজভী।