ফাইল ছবি
বিএনপি আসন্ন সাধারণ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি চাচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো অজুহাত যাতে খুঁজে পাওয়া যায়। সে চেষ্টা তারা করে যাচ্ছে। তারা জানে আসন্ন নির্বাচনে জনগণের ভোটে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই।’
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বেপরোয়া গাড়িচালকের মতো দেশে কোনো দুর্ঘটনা না ঘটিয়ে ফেলে না নিয়ে আমরা শঙ্কিত।’
‘বিএনপিকে চ্যালেঞ্জ করছি। মির্জা ফখরুল সাহেব, আপনারা একটা কাজ দেখান যেটা নিয়ে জনগণের কাছে যেতে পারেন, ভোটারারা আপনাদের কাজের মর্যাদা দিতে পারে। আওয়ামী লীগের সেটা আছে। আওয়ামী লীগ জনগণের কাছে যেতে পারে,’ যোগ করেন তিনি।
বিএনপি প্রশাসনকে আক্রমণ করে, বানোয়াট কাহিনী প্রচার করে, দেশের প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘কাল কিংবা পরশুর মধ্যে মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’
‘দলীয় প্রার্থী আমরা চূড়ান্ত করে ফেলেছি। আজ সারাদিন শরিকদের সঙ্গে আমি কথা বলেছি। আমরা সবার কাছ থেকে তালিকা নিয়েছি। এটা নিয়ে নেত্রীর সঙ্গে কথা বলব। আমরা শরিকদের কাছে চূড়ান্ত কথা জানতে চেয়েছি, সেটা পেয়েছি,’ বলেন ওবায়দুল কাদের।
নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘অনেক আগেই সরকার বলেছে যে, আমরাও সীমিত আকারে ইভিএম ব্যবহারের পক্ষে।’ বিএনপি ইভিএম নিয়ে অপপ্রচার করছে এবং তার সঙ্গে বাস্তবতার মিল দেখতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি।
নির্বাচনে জয়লাভ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়ন পেলেই নির্বাচন জিতে গেছি- বিষয়টা তেমন নয়। আমরা আত্মবিশ্বাসী, কিন্তু অতিরিক্ত আত্মবিশাসী না।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।