ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সিইসির (প্রধান নির্বাচন কমিশনার) কাছে জয়ের গ্যারান্টি চায়। তাই তাদের এত গোসসা।’
মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিক সন্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশন কমিশন চার্জ কমিটির সুপারিশক্রমে গঠিত হয়েছে। কমিটিতে আওয়ামী লীগের একজন ও বিএনপির একজন মনোনীত সদস্য রয়েছেন। সিইসিসহ বাকিরা অন্যান্য দলের মনোনীত। মেজরিটি সদস্যের সিদ্ধান্তে সিইসি কাজ করে থাকেন। তাদের বিরুদ্ধে দলীয় আনুগত্যের অভিযোগ আনা ঠিক না।’ ঐক্যফ্রন্ট নেতাদের সিইসির পদত্যাগ দাবিকে তিনি ‘মামা বাড়ির আবদার’ হিসাবে অভিহিত করেন।
আওয়ামী লীগ থেকে নেতাকর্মীদের বিএনপি-ঐক্যফ্রন্টে যোগদানে কিছুই আসে যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘এই রকম ৫০০ নেতা চলে গেলেও আওয়ামী লীগের কোনও ক্ষতি হবে না। আমাদের দল যাকে মনোনয়ন দেয়নি তাদের চলে যাওয়াই ভালো।’
খালেদা জিয়ার নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটি সম্পূর্ণ আদালতের বিষয়। আমাদের কিছু করণীয় নেই। কোনও হস্তক্ষেপও নেই। আদালতে যে মামলা ১০ বছর চলেছে সেই মামলাটি দায়ের করেছিল তত্ত্বাবধায়ক সরকার।’
এই মতবিনিময় অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জাহানারা আক্তার সুরমা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান।