জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেছেন, জাপা চেয়ারম্যান অসুস্থতা কাটিয়ে বারিধারার প্রেসিডেন্ট পার্কের নিজ বাসভবনেই অবস্থান করছেন। তিনি ভোটের মাঠে আছেন বলেও উল্লেখ করেন দলটির মহাসচিব। সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, জাতীয় পার্টি ভোটের মাঠেই আছে। এইচএম এরশাদ নিজেই ভোটের সার্বিক বিষয় পরিচালনা করছেন। দলের নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন এবং ভোট করছেন। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের বিষয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, কিছু গণমাধ্যমে আসা খবরের কোন সত্যতা নেই। মনোনয়ন বঞ্চিতরা হতাশা থেকে, কিছু মানুষের প্ররোচনায়-ষড়যন্ত্রে এসব বিভ্রান্তিকর কথা বলছেন। বিষয়টি খতিয়ে দেখলে কোন সত্যতা খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
রুহুল আমিন হাওলাদার বলেন, আমাদের ওপর মানুষের আস্থা আছে, আমাদের জনপ্রিয়তাও আছে, রাজনীতির কারণেই কিছু লোক আমাদের সম্মান ধূলিস্যাৎ করতে ষড়যন্ত্র করছে।
ঢাকা-৬ আসনে ঘোষিত ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে জাতীয় পার্টির প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদকে সঙ্গে নিয়ে ইসিতে আসেন জাপা মহাসচিব। ওই আসনে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি ও সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি। জাতীয় পার্টিও মহাসচিব রুহুল আমিন হাওলাদার আরও বলেন, আমরা কমিশনের সাফল্য কামনা করেছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে ইসি যেন আরো সফল হয় সে প্রত্যাশাও করি।