ড. কামাল-কাদের সিদ্দিকী-আবদুর রবকে ফিরে আসার আহ্বান নাসিমের

ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী ও আ স ম আবদুর রবকে বিএনপি-জামায়াত থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার বিকালে শাহবাগে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের এক সমাবেশে বক্তব্য রাখার সময় মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এখনও সময় আছে, ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, রব সাহেবরা, জামায়াত-বিএনপির সঙ্গে সম্পর্ক শেষ করে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে আসেন। কী কারণে আপনারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে জোট করেছেন? শুধুমাত্র এমপি হওয়ার জন্য! আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন, নিজেরাও মুক্তিযুদ্ধ করেছেন, তাই আপনাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ফিরে আসার আহ্বান জানাব।’

স্বাস্থ্যমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, ‘এবারের লড়াই হবে চূড়ান্ত লড়াই। তারা (বিএনপি) বলেছিল, শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না। এখন বিএনপি-জামায়াত নাকে খত দিয়ে নির্বাচন করছে। এখন বলছেন, আওয়ামী লীগ পরাজিত হবে! তাদের বলে রাখতে চাই, আওয়ামী লীগ কখনও পরাজিত হয় না। এবার ভোটের বিপ্লব হবে, ইনশাআল্লাহ। এমন বিপ্লব করব, বিএনপিকে খুঁজেও পাওয়া যাবে না!’