বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মহবুব আলম বলেন, ‘সফুকে রমনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৭০টির বেশি মামলা রয়েছে।’
গোয়েন্দা পুলিশের অপর একজন কর্মকর্তা জানান, সপুর সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধেশ্বরীর একটি ডেন্টাল ক্লিনিক থেকে তাদের গ্রেফতার করা হয়। সপুর বিরুদ্ধে মতিঝিল থানায় ৫০ এবং পল্টন থানায় ১৭টিসহ রাজধানীর বিভিন্ন থানায় ৭২টি এজাহারনামীয় মামলা রয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ২৬টি মামলার পরোয়ানাভুক্ত আসামি সে। গ্রেফতার হওয়া সাইফুল ইসলামের নামে ঢাকার বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।