যশোর-৩ আসনে শাহীন চাকলাদারের মনোনয়ন বাতিল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল মনোনয়নপত্র বাছাইকালে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘যেহেতু তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, কিন্তু তার সপক্ষে কোনও কাগজপত্র জমা দেননি। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের ১ শতাংশের স্বাক্ষরও জমা দেননি, সে কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।’

তবে এর আগে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে যশোর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাহীন চাকলাদারের যশোর-৩ ও যশোর-৬ আসনের দু’টি মনোনয়নপত্রই প্রত্যাহার করে নেওয়া হয়।

যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

এছাড়া, যশোর-২ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মনিরুল ইসলামকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে হবে। কারণ তিনি এবার দলের মনোনয়ন পাননি। ওই আসনে এবার দলের মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) ডাক্তার নাছির উদ্দিন।