এরশাদ ‘অসুস্থ’, গেলেন সিঙ্গাপুরে

ersad - hm ershad

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বারিধারার পার্ক রোডের বাসা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন এরশাদ।

তার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া ও লিভারের সমস্যা দেখা দেওয়ায় তাকে সিঙ্গাপুরে নেয়া হলো।

এরশাদের সঙ্গী হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

গুরুতর অসুস্থ এরশাদকে হুইল চেয়ারে করে বাসভবনের নিচতলায় নামিয়ে আনেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। পরে সেখান থেকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেয়া হয়।

‘গুরুতর অসুস্থ’ এরশাদ আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া একাদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘থাকছেন না’ বলে তার ভাই দলের কো-চেয়ারম্যান জি এম কাদের নিশ্চিত করেছেন।

জি এম কাদের বলেন, ‘তিনি খুব অসুস্থ। হুইল চেয়ারে করে চলাফেরা করতে হচ্ছে। বিদেশ যাওয়ার আগে তিনি জানিয়ে গেছেন, তার (এরশাদের) অনুপস্থিতিতে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জি এম কাদের।