নিজেদের কারণেই বিএনপির রাজনৈতিক বিপর্যয় ঘটেছে: তথ্যমন্ত্রী

hasan mahamud
ফাইল ছবি

নিজেদের কারণেই বিএনপির রাজনৈতিক বিপর্যয় ঘটেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘গত ১০ বছরে বিএনপি জনগণের জন্য রাজনীতি করেনি। তারা নিজেদের ইস্যু নিয়ে ব্যস্ত ছিল। তারা এই কয়েক বছরে খালেদা জিয়ার মুক্তি, দণ্ডিত আসামি তারেক রহমানকে দেশে ফেরানো, নিরপেক্ষ সরকার এসব ইস্যু নিয়ে রাজপথে সক্রিয় ছিল। এগুলো জনকল্যাণভিত্তিক বা জনগণের বিষয় নয়।’

রবিবার (২০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যে দলটি নিজেদের স্বার্থে রাজনীতি করেছে, তারা জনগণের ভালোবাসা পেতে পারে না। তারা এসব স্বার্থসিদ্ধির জন্য পেট্রোলবোমা হামলাসহ আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। জনগণের প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করিয়েছে।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘সাংবাদিকদের পেশাগত প্রসার ও দক্ষতা বাড়াতে কাজ করে যাবো। ডিজিটাইল আইন নিয়ে সাংবাদিকদের যেসব উদ্বিগ্নতার জায়গা রয়েছে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইন নীতিমালা বাস্তবায়নের কাজ চলছে।’ তিনি সাংবাদিকদের আবাসন নিশ্চিত করার কথা উল্লেখ করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বিস্তৃতি ও বিকাশ এবং অধিকতর কার্যকরের জন্য কাজ করবেন বলেও উল্লেখ করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সাংবাদিক সাগর-রুনি হত্যার অগ্রগতি এবং তাদের বিচারের জন্য সংশ্লিষ্ট যারা কাজ করছেন তাদের সঙ্গে আলোচনা করা হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন। গণমাধ্যম যদি স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে সমান্তরালে কাজ করে, তাহলে এই মাধ্যমকে সম্মিলিত প্রচেষ্টায় ইউরোপ-আমেরিকার গণমাধ্যমের লেভেলে নিয়ে যেত পারবেন বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি।