ফিলিপাইনে একটি গির্জায় জোড়া বোমা হামলায় সাত সেনাসহ অন্তত ২১ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছেন। বিস্ফোরণ ও নিহতদের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় সুলু প্রদেশের জোলোতে জোলো ক্যাথেড্রালে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
জানা গেছে, গির্জায় প্রার্থনা চলার সময়ে ভিতরে প্রথম বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই গাড়ি পার্কিংয়ের জায়াগায় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।
ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা এ হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে অভিহিত করে স্থানীয় জনগণকে সজাগ থেকে ‘সন্ত্রাসকে প্রত্যাখ্যান করে জয়ী’ হওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন।
ফিলিপিন্সের জাতীয় পুলিশ প্রধান অস্কার আলবাইআলদে জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী আবু সায়েফ এর সঙ্গে জড়িত থাকতে পারে। তারা শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে চায়, তার শক্তি প্রদর্শন করে বিশৃঙ্খলার বীজ বপণ করতে চায়।
সামরিক বাহিনীর পশ্চিম মিন্দানাও কমান্ডের মুখপাত্র কর্নেল জেরি বেসানা জানিয়েছেন, বোমায় ব্যবহৃত উপাদানগুলো পরীক্ষা করলেই এর পেছনে কারা আছে তার রহস্য ভেদ হবে।
খ্রিস্টান প্রধান ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকা মিন্দানাও মুসলিম প্রধান। কয়েক দশক ধরে চলা বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে অঞ্চলটিতে সংঘাত নিয়মিত ঘটনা। এই সংঘাত অবসানের আশায় গত সপ্তাহে অঞ্চলটিতে স্বায়ত্তশাসন প্রশ্নে গণভোটের আয়োজন করা হয়েছিল। সেই ভোটে ৮৫ শতাংশ লোক স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছে। এর ফলে আগামী তিন বছরের মধ্যে ‘বাংসামোরো’ নাম নিয়ে স্বায়ত্তশাসন অঞ্চল হিসেবে প্রকাশ পাবে। সেসময় মিন্দানাওয়ের অন্তর্ভুক্ত হবে সুলু।