বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ পরামর্শ কমিটির (জেসিসি) পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ বৈঠক হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এতে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
ভারতীয় গণমাধ্যম অল ইন্ডিয়া রেডিও এক প্রতিবেদনে বলেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার বলেছেন, সুষমা স্বরাজ ও ড. মোমেন দুই দেশের মধ্যকার নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য ও কানেক্টিভিটি, অংশীদারিত্বের উন্নয়ন, পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং দূত ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।
এর আগে ড. মোমেন ও সুষমা স্বরাজ দিল্লির জওহার ভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। আধা ঘণ্টার মতো তারা দুই দেশের মধ্যকার নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
২০১৭ সালের অক্টোবরে ঢাকায় জেসিসির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এর আগে গতকাল বৃহস্পতিবার ভারত সফররত বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন। তখন ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে কাজ করার পুনঃপ্রতিশ্রতি দিয়ে বলেন, বিগত কয়েক বছর যাবত ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নতির ধারায় রয়েছে।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে বুধবার রাতে নয়া দিল্লি পৌঁছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। একাদশ জাতীয় নির্বাচনে বিশাল বিজয় নিয়ে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠনের পর এটিই প্রথম ভারতে উচ্চ পর্যায়ের সফর।
তাছাড়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বিদেশ সফরের অংশ হিসেবে পথম ভারত সফরে গেছেন ড. মোমেন। আগামীকাল শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।