পুরান ঢাকার চকবাজারের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭০টি লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
এদিকে অগ্নিকাণ্ডস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টানানো এক বোর্ডে বৃহস্পতিবার ভোরে ৪৫ মরদেহ উদ্ধারের তথ্য দেওয়া হয়। সেখানে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে দগ্ধ বা আহত হয়ে ৪১ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের একটি সুত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৪৫ জনের মরদেহ পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে মরদেহগুলো ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গতকাল রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনটির নিচতলায় প্লাস্টিকের গোডাউন ছিল। ওপরে ছিল পারফিউমের গোডাউন। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। রাত তিনটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।।